Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে
১৩৯৩ বঙ্গাব্দ ১৯৮৬ খ্রিষ্টাব্দ তারিখ বৃহত্তর নোয়াখালী, লক্ষীপুর, ফেনী মোট ৩টি জেলার মৌজাসমূহের এলাকাভুক্ত ভূমির স্বত্বলিপি প্রস্তুত ও সংশোধন এবং ভূমির জরিপ ও নকশাপ্রস্তুতের জন্য বাংলাদেশ সরকারের গেজেট বিজ্ঞপ্তি জারী হয়। জেলাগুলো হলো নোয়াখালী, লক্ষীপুর, ফেনী ।
 
১৯৫০ সালের জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইনের (১৯৫১ সনের ২৮ নং আইন) ১৪৪ নং ধারার ১ নং উপধারা এবং ১৮৭৫ সনের বেঙ্গল সার্ভে এ্যাক্টের ৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার এ ঘোষণা প্রদান করে। সে মোতাবেক চাটখিল উপজেলার মৌজাসমূহের এলাকাভুক্ত ভূমির স্বত্বলিপি প্রস্তুত ও সংশোধন এবং ভূমির জরিপ ও নকশা প্রস্তুতের কাজ শুরু হয়।
 
(১) ১৮৭৫ সনের বেঙ্গল সার্ভে এ্যাক্ট. (২) ১৯৩৩ সনের স্ট্যান্ডার্ড রুলস রিগার্ডিং দ্যা রিভিশনাল সেটেলমেন্ট অপারেশন ইন বেঙ্গল, (৩) ১৯৩৫ সনের সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল, (৪) ১৯৫৭ সনে পুনঃমুদ্রিত টেকনিক্যাল রুলস এন্ড ইন্সট্রাকশন অব সেটেলমেন্ট ডিপার্টমেন্ট, (৫) ১৯৫০ সনের জমিদারী উচ্ছেদ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫৫ সনের প্রজাস্বত্ব বিধি, (৬) ১৯৫৮ সনের গভার্নমেন্ট এস্টেটাস ম্যানুয়াল, (৭) ১৯৭২ সনের বাংলাদেশ ল্যান্ড হোল্ডিং লিমিটেশন অর্ডার, (৮) ১৯৮২ সনের একুইজিশন এন্ড রিকুইজিশান অব ইমুডেবল প্রপার্টি অধ্যাদেশ এবং (৯) ১৯৮৪ সনের ভূমি সংস্কার অধ্যাদেশ অবলম্বনে এ বিশাল কর্মযজ্ঞ প্রায় সমাপ্ত।
 
উপজেলার মোট ১১৬ টি মৌজার মধ্যে এ যাবৎ ১১৬ টি মৌজার ছাপা খতিয়ান ও ম্যাপ ভূমি মালিকদের হাতে তুলে দেয়া হয়েছে।